সন্তান [ santāna ] বি.
1 অপত্য, পুত্র বা কন্যা;
2 বংশধর (এই বংশের সন্তান);
3 অবিচ্ছেদ্য ধারা;
4 বিস্তার।
[সং. সম্ + √ তন্ + অ]।
সন্তানধারণ বি. (স্ত্রীলোকের) গর্ভে সন্তানের জন্ম দেওয়া।
সন্তানবতী বিণ. (স্ত্রী.) সন্তানের জন্ম দিয়েছে এমন; সন্তান আছে এমন (সন্তানবতী নারী)।
পুং. সন্তানবান (বত্)।
সন্তানবাৎল্য বি. সন্তানের প্রতি স্নেহ।
সন্তানসন্ততি বি. 1 পুত্রকন্যা, ছেলেমেয়ে; 2 বংশধরগণ।
সন্তানসম্ভাবনা বি. সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা, অন্তঃসত্ত্বা অবস্হা।
সন্তানহীন বিণ. নিঃসন্তান, সন্তান নেই এমন।
স্ত্রী. সন্তানহীনা।
সন্তানোচিত বিণ. সন্তানের পক্ষে উপযুক্ত বা করণীয়।
সন্তানোৎপাদন বি. সন্তানের জন্মদান।
Leave a Reply