সনাতন [ sanā-tana ] বিণ.
1 নিত্য, চিরবর্তমান;
2 শাশ্বত, বহুকাল প্রচলিত (সনাতন প্রথা)।
☐ বি.
1 ঈশ্বর;
2 ব্রহ্মা;
3 শিব;
4 বিষ্ণু।
[সং. সনা + তন]।
সনাতনি (বাং.) বিণ. বি. প্রাচীনপন্থী।
সনাতনী বিণ. সনাতন -এর স্ত্রীলিঙ্গ।
☐ বি. 1 দুর্গা; 2 সরস্বতী; 3 লক্ষ্মী।
সনাতনধর্ম বি.
1 অপরিবর্তনীয় ও চিরস্হায়ী ধর্ম;
2 প্রচলিত ও প্রাচীন হিন্দুধর্ম।
Leave a Reply