সদর [ sadara ] বি.
1 জেলার প্রধান নগর (মোকদ্দমার তদারকে সদরে যেতে হবে);
2 বাড়ির বাইরের অংশ;
3 অন্তঃপুরের বার (মেয়েদের সদরে আসা);
4 বাইরের পিঠ, বাইরের দিক (যা করছে সদরেই করছে, লুকিয়ে করছে না)।
☐ বিণ.
1 জেলার প্রধান শহর-সম্পর্কিত (সদর আদালত);
2 প্রধান (সদর কাছারি);
3 বাইরের (সদর দরজা)।
[আ. সদ্র্]।
সদরআলা, সদরালা বি. সাবজজ।
সদর কাছারি — প্রধান কার্যালয় বা দফতর।
সদর খাজনা, সদর জমা — সরকারকে প্রদেয় খাজনা বা রাজস্ব।
সদর দরজা — বাড়ির বাইরের দিকের প্রধান দরজা।
সদর নায়েব — সদর কাছারির নায়েব।
Leave a Reply