সত্য [ satya ] বি.
1 সত্তা, বিদ্যমানতা, নিত্যতা;
2 যাথার্থ্য, নির্ভুলতা;
3 শপথ, প্রতিজ্ঞা (সত্যরক্ষা, তিন সত্য করা);
4 হিন্দুমতে চার যুগের প্রথমটি (সত্যযুগ);
5 পৌরাণিক সপ্তলোকের অন্যতম।
☐ বিণ.
1 প্রকৃত, যথার্থ, বাস্তব;
2 নির্ভুল, ঠিক (সত্য খবর, সত্য কথা);
3 নিত্য, চিরকালীন।
[সং. সত্ + য]।
সত্য কথা বি. ঠিক কথা, যথার্থ বা নির্ভুল কথা।
সত্যকার বিণ. সত্য, যথার্থ, বাস্তব (সত্যকার ঘটনা)।
সত্যতা বি. যথার্থতা (সংবাদের সত্যতা যাচাই করা)।
সত্যদ্রষ্টা (-ষ্টৃ), সত্যদর্শী (-র্শিন্) বিণ. বি. যিনি সত্য দেখতে পান বা বুঝতে পারেন।
সত্যনারায়ণ বি. হিন্দু দেবতাবিশেষ; সত্যপির।
সত্যনিষ্ঠ, সত্যপরায়ণ বিণ. সত্যবাদী; সত্যানুরাগী।
সত্যপথ, সত্যপন্থা বি. সত্ প্রকৃত বা ন্যায্য পথ, ন্যায়ের পথ।
সত্যপালন বি. প্রতিজ্ঞা রক্ষা।
সত্যপির বি. হিন্দু ও মুসলমানের মিলনের প্রতীকস্বরূপ দেবতাবিশেষ, মুসলমান পিররূপী নারায়ণ।
সত্যপ্রতিজ্ঞ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ।
সত্যপ্রিয় বিণ. সত্যকে ভালোবাসে এমন, সত্যনিষ্ঠ।
সত্যবদ্ধ বিণ. প্রতিজ্ঞাবদ্ধ।
সত্যবাদী (-দিন্) বিণ. সত্য কথা বলে এমন।
বি. ̃ সত্যবাদিতা। স্ত্রী. সত্যবাদিনী।
সত্যবান (-বত্) বিণ.
1 সত্যযুক্ত;
2 সত্যনিষ্ঠ।
☐ বি. (পুরাণে) দ্যুমুত্সেন রাজার পুত্র, সাবিত্রীর স্বামী।
সত্যব্রত বিণ. সত্যপালন যার কাছে অবশ্যপালনীয় ব্রততুল্য।
সত্যভঙ্গ বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন না করা।
সত্যযুগ বি. হিন্দুমতে চার যুগের প্রথমটি।
সত্যরক্ষা বি. প্রতিজ্ঞা পালন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা।
সত্যসন্ধ বিণ. সত্যরক্ষায় দ়ৃঢ়প্রতিজ্ঞা।
সত্যসন্ধান বি. প্রকৃত ঘটনার অনুসন্ধান, প্রকৃতই যা ঘটেছে তার অনুসন্ধান।
সত্যাগ্রহ বি.
1 ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়পর্তিজ্ঞ ও উদ্দেশ্যসাধনার্থ কষ্ট-স্বীকাররূপ আন্দোলন;
2 ধর্মঘট।
সত্যানুসন্ধান — সত্যসন্ধান -এর অনুরূপ।
সত্যান্বেষণ বি. সত্য জানার জন্য অনুসন্ধান, সত্যানুসন্ধান।
সত্বান্বেষী (-ষিন্) বিণ. বি. যে সত্য অনুসন্ধান করে।
সত্যাপন, সত্যাপনা বি.
1 প্রতিজ্ঞাবদ্ধ করানো;
2 দাদন বা বায়না;
3 দাদন বা বায়না দেওয়া।
[সং. √ সত্যাপি (নামধাতু) + অন, আ]।
সত্যাশ্রয়ী (-য়িন্) বিণ. সত্যনিষ্ঠ, সত্যপ্রিয়।
সত্যাসত্য বি. সত্য ও অসত্য, সত্য-মিথ্যা।
Leave a Reply