সতী [ satī ] বি.
1 দক্ষকন্যা ও শিবপত্নী;
2 সাধ্বী বা পতিব্রতা নারী (সতীর তেজ);
3 (বাং.) স্বামীর শবের সঙ্গে একই চিতায় আরোহণপূর্বক মৃত্যুবরণকারী স্ত্রী, সহমৃতা নারী (সতীদাহ)।
☐ বিণ. সাধ্বী, পতিব্রতা (সতীলক্ষ্মী, সতী নারী)।
[সং. সত্ + ঈ]।
সতীত্ব বি. পাতিব্রত্য, সতী স্ত্রীর ধর্ম বা গুণ।
সতীত্বনাশ বি. পরপুরুষের সংগমে পাতিব্রত্যধর্মের লোপ।
সতীদাহ বি. স্বামীর শবের সঙ্গে একই চিতায় আরোহণপূর্বক পত্নীর জীবন্ত পুড়ে মরা।
সতীন্দ্র, সতীপতি, সতীশ বি. শিব, সতীর পতি শিব।
সতীপনা, সতীগিরি বি. (ব্যঙ্গে) 1 পাতিব্রত্যের বা সতীত্বের ভান; 2 সতীত্বের অত্যধিক গর্ব।
সতীলক্ষ্মী বি. সাধ্বী ও সুলক্ষণা স্ত্রী।
সতীসাধ্বী বি. অত্যন্ত সাধ্বী স্ত্রী।
সতীসাবিত্রী বি. সাবিত্রীর সমান সাধ্বী স্ত্রী।
Leave a Reply