সত্1 (সৎ, সত) [ sat1 ] বিণ.
1 সত্তাযুক্ত, অস্তিত্বশীল, বিদ্যমান;
2 নিত্য;
3 সত্য;
4 সাধু, সত্লোক;
5 উত্তম, শুভ (সত্কর্ম, সদুপদেশ, সদুত্তর)।
☐ বি.
1 অস্তিত্বমাত্র (সত্স্বরুপ);
2ব্রহ্ম (ওঁতত্সত্)।
[সং. অস্ + অত্]।
সৎকর্ম (-র্মন্), সৎকার্য বি. ভালো কাজ, হিতকর কাজ, পুণ্যকর্ম।
সৎকুল বি, ভালো বংশ।
সৎকুলজাত বিণ. ভালো বংশে জন্ম হয়েছে এমন।
সৎপথ বি. ন্যায়ের পথ।
সত্2 [ sat2 ] বিণ. সতিন-সম্পর্কিত।
[সং. সপত্নী]।
সৎছেলে বি. সতিনের ছেলে, সপত্নীপুত্র।
সৎবোন বি. বৈমাত্র ভগিনী, সত্মায়ের মেয়ে।
সৎভাই বি. সত্মায়ের ছেলে, বৈমাত্র ভাই।
সৎমা বি. গর্ভধারিণীর সতিন, বিমাতা।
সৎমেয়ে বি. সতিনের মেয়ে, সপত্নীকন্যা।
সৎশাশুড়ি বি. শাশুড়ির সতিন।
Leave a Reply