সঞ্চারী (-রিন্) বিণ.
1 সঞ্চরণশীল;
2 অস্হায়ী;
3 আগন্তুক।
☐ বি.
1 (অল.) হৃদয়ের যে ভাবগুলি স্হায়ী নয়, অন্য কিছুকে কেন্দ্র করে আবির্ভূত এবং অন্তর্হিত হয়, ব্যভিচারী ভাব;
2 (সংগীতে) রাগ-রাগিণীর আলাপের বা গীতের তৃতীয় চরণ বা কলি বা অংশ।
স্ত্রী. সঞ্চারিণী।
Leave a Reply