সঞ্চার, সঞ্চারণ [ sañcāra, sañcāraṇa ] বি.
1 সংক্রমণ, এক স্হান থেকে অন্য স্হানে গমন (তাপসঞ্চার);
2 (জ্যোতিষ.) গ্রহাদির অন্য রাশিতে গমন বা অধিষ্ঠান;
3 গতি, ব্যাপ্তি;
4 আবির্ভাব, উদয় (যৌবনসঞ্চার, রসসঞ্চার);
5 প্রতিষ্ঠাকরণ, স্হাপন (প্রাণসঞ্চার);
6 উদ্রেক, উত্তেজন (বলসঞ্চার, পুলকসঞ্চার);
7 সঞ্চালন (রক্তসঞ্চার)।
[সং. সম্ + √ চর্ + অ, অন]।
সঞ্চারক বিণ. বি. সঞ্চারকারী।
সঞ্চারিকা বি. (স্ত্রী.) দূতী, কুটনি।
সঞ্চারিত বিণ. সঞ্চার করানো হয়েছে বা করেছে এমন (রোগের বিষ অন্য দেহে সঞ্চারিত)।
সঞ্চারী (-রিন্) বিণ.
1 সঞ্চরণশীল;
2 অস্হায়ী;
3 আগন্তুক।
☐ বি.
1 (অল.) হৃদয়ের যে ভাবগুলি স্হায়ী নয়, অন্য কিছুকে কেন্দ্র করে আবির্ভূত এবং অন্তর্হিত হয়, ব্যভিচারী ভাব;
2 (সংগীতে) রাগ-রাগিণীর আলাপের বা গীতের তৃতীয় চরণ বা কলি বা অংশ।
স্ত্রী. সঞ্চারিণী।
Leave a Reply