সজাগ [ sajāga ] বিণ. 1 জাগ্রত্, জেগে আছে এমন; 2 সতর্ক (সজাগ চিত্তবৃত্তি, নিজের স্বার্থ সম্বন্ধে সজাগ); 3 সচেতন; 4 একটুতেই যা থেকে জেগে ওঠে এমন (সজাগ ঘুম)। [সং. সজাগর]। Category: বাংলা অভিধান, সপূর্ববর্তী:« সজলপরবর্তী:সজাতি »
Leave a Reply