সঙ্গ [ saṅga ] বি.
1 মিলন, সংসর্গ (‘অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ’: রবীন্দ্র; সাধুসঙ্গ);
2 আসক্তি।
[সং. √ সনজ্ + অ]।
সঙ্গদোষ বি. কুসংসর্গজনিত চরিত্রদোষ।
সঙ্গবিমুখ বিণ. একাকী থাকতে চায় এমন।
সঙ্গহীন বিণ. নিঃসঙ্গ, একাকী।
সঙ্গী (-ঙ্গিন্) বিণ. বি. সহচর, সঙ্গে সঙ্গে থাকে এমন, সাথি (জীবনসঙ্গী)।
স্ত্রী. সঙ্গিনী।
Leave a Reply