সঘন1 [ saghana1 ] বিণ. মেঘযুক্ত, মেঘাবৃত (‘সঘন গগন গরজে’: দ্বি. রা; ‘সঘন ঘন ছাইল: রবীন্দ্র)।
[সং. সহ + ঘন]।
সঘন2 [ saghana2 ] বিণ. ক্রি-বিণ. ঘনঘন, নিরন্তর (সঘন ধ্বনি, সঘন শব্দ)।
[বাং. স2 + সং. ঘন]।
সঘনে ক্রি-বিণ. (কাব্যে) ঘনঘন বা উচ্চকণ্ঠে (‘দাদুরী ডাকিছে সঘনে’: রবীন্দ্র; ‘সঘনে দেই করতালি’: বৈ. সা.)।
Leave a Reply