সংস্রব [ saṃsraba ] বি. 1 সম্পর্ক, সঙ্গ, সম্বন্ধ (বন্ধুদের সংস্রব, এ ব্যাপারের সঙ্গে তার কোনোই সংস্রব নেই); 2 মিলন। [সং. সম্ + √ স্রু + অ]। সংস্রব এড়ানো ক্রি. বি. সঙ্গ পরিহার করা, সম্পর্ক না রাখা। Category: বাংলা অভিধান, সপূর্ববর্তী:« সংস্পৃষ্টপরবর্তী:সংস্রব এড়ানো »
Leave a Reply