সংস্থাপন [ saṃshāpana ] বি.
1 বিশেষভাবে কিংবা ভালোভাবে স্থাপন (ধর্ম সংস্থাপন);
2 প্রতিষ্ঠা (বিদ্যালয় সংস্থাপন);
3 উপস্থাপন।
[সং. সম্ + স্থাপন]।
সংস্থাপক, সংস্থাপায়িতা বিণ. বি. সংস্থানকারী; প্রতিষ্ঠাতা; ব্যবস্থাপক।
স্ত্রী. সংস্থাপিকা, সংস্থাপয়িত্রী।
সংস্থাপিত বিণ. সংস্থাপন বা স্থাপন বা প্রতিষ্ঠা করা হয়েছে এমন; আয়োজিত।
Leave a Reply