সংস্কার [ saṃskāra ] বি.
1 শুদ্ধি, শোধন;
2 শাস্ত্রীয় অনুষ্ঠানাদির দ্বারা পবিত্র করা বা পতিত অবস্হা থেকে উদ্ধার;
3 বিবাহ গর্ভাধান জাতকর্ম পুংসবন নামকরণ অন্নপ্রাশন উপনয়ন সমাবর্তন সীমন্তোন্নয়ন ও চূড়াকরণ হিন্দুদের এই দশ রকমের শাস্ত্রীয় অনুষ্ঠান;
4 পরিষ্কার বা নির্মল করা (অঙ্গসংস্কার, দেহসংস্কার);
5 উন্নতিবিধান, উন্নয়ন, উত্কর্ষসাধন, ত্রুটি বা অপূর্ণতা সংশোধন (সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার);
6 মেরামত (জীর্ণ সংস্কার);
7 ধারণা, বিশ্বাস (কুসংস্কার, সংস্কারবশে)।
[সং. সম্ + √ কৃ + অ]।
সংস্কারক বিণ. বি. সংশোধক, বিশোধক; মেরামতকারী; উন্নতিবিধায়ক, উত্কর্ষসাধক; ভ্রম বা প্রমাদ দূরকারী; কুসংস্কার দূরকারী; সমাজহিতৈষী।
সংস্কারবিমুখ বিণ. পরিবর্তন চায় না এমন।
বি. সংস্কারবিমুখতা।
Leave a Reply