সংসার [ saṃsāra ] বি.
1 জগত্, পৃথিবী (‘বৃথা জন্ম এ সংসারে’);
2 ইহলোক, মর্তলোক (সংসারলীলা);
3 গার্হস্হ্যজীবন (সংসারাশ্রম);
4 পরিবার, ঘরকন্না (সংসারের দাবি, সংসার চালানো);
5 মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ (সংসারবৈরাগ্য);
6 (বাং.) বিবাহ (কর্তার দুই সংসার);
7 পত্নী (প্রথম পক্ষের সংসার)।
[সং. সম্ + √ সৃ + অ]।
সংসারক্ষেত্র বি. কর্মজীবন।
সংসার চালানো ক্রি. বি. ঘরকন্না করা বা দৈনন্দিন জীবন নির্বাহ করা।
সংসারত্যাগী (-গিন্) বিণ. বি. গার্হস্হ্য জীবন ত্যাগ করেছে এমন; বৈরাগী, সন্ন্যাসী।
সংসারধর্ম, সংসারাশ্রম বি. গার্হস্হ্যজীবন।
সংসার পাতা ক্রি. বি. বিবাহ করে ঘরকন্না আরম্ভ করা।
সংসারবন্ধন বি. মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ; গার্হস্হ্যজীবনের প্রতি টান।
সংসারবাসনা বি. গার্হস্হ্য জীবন যাপনের ইচ্ছা; সংসার পাতার ইচ্ছা; পার্থিব ইচ্ছা।
সংসারবৈরাগ্য বি. পার্থিব জীবন সম্পর্কে অনাসক্তি।
সংসারযাত্রা বি. জীবনযাত্রা, পার্থিব জীবন; গার্হস্হ্য জীবন (সংসারযাত্রা নির্বাহ)।
সংসারলীলা বি. পার্থিব জীবন; মানবজন্ম, জীবজন্ম।
সংসারসমুদ্র বি. বিরাট ইহজীবন; বিশাল পার্থিব জীবন; পার্থিব জীবনরূপ সমুদ্র।
সংসারস্রোত বি. সৃষ্টির জীবনপ্রবাহ; পার্থিব জীবনের ধারা।
সংসারাশ্রম বি.
1 পার্থিব জীবন;
2 গৃহীজীবন, বিবাহিত জীবন।
সংসারাসক্ত বিণ. সংসারধর্মের প্রতি আকর্ষণযুক্ত; পার্থিব জীবনের বা গৃহীজীবনের প্রতি তীব্র আকর্ষণযুক্ত।
সংসারী ( রিন্) বিণ.
1 গৃহী, গার্হস্হ্য জীবন যাপনকারী;
2 গার্হস্হ্য জীবন সম্পর্কে বিশেষভাবে অভিজ্ঞ;
3 অত্যন্ত হিসাবি।
ঘোর সংসারী — পারিবারিক ও বৈষয়িক ব্যাপারে অত্যন্ত আসক্ত।
Leave a Reply