সংশ্লেষ [ saṃślēṣa ] বি.
1 সংযোগ;
2 সংযুক্ত অবস্হা;
3 মিলন, সংশ্লিষ্ট হওয়া;
4 সংমিশ্রণ;
5 একাধিক বস্তুর মিশ্রণে নূতন বস্তুর সৃষ্টি, synthesis (বি. প.)।
[সং. সম্ + √ শ্লিষ্ + অ]।
সংশ্লেষণ বি.
1 একতীকরণ (গীতায় জ্ঞান কর্ম-ভক্তির সংশ্লেষণ);
2 ‘বিশ্লেষণ’-এর বিপরীত;
3 (রসা.) যৌগিক পদার্থ প্রস্তুত করার জন্য বিভিন্ন রূঢ় পদার্থের মিশ্রণ (বি.প.)।
সংশ্লেষিত বিণ. সংশ্লেষ করা হয়েছে এমন।
Leave a Reply