সংশোধন [ saṃśōdhana ] বি.
1 সংশুদ্ধি;
2 পবিত্রীকরণ;
3 পাপ বা কু অভ্যাস দূরীকরণ (চরিত্র সংশোধন);
4 ভুল বা ভ্রান্তি দূরীকরণ (ভূল সংশোধন)।
☐ বি. শোধন।
[সং. সম্ + শোধন]
সংশোধক বিণ. বি. সংশোধনকারী।
সংশোধনীয় বিণ. সংশোধন করতে হবে বা করা উচিত এমন (সংশোধনীয় আচরণ)।
সংশোধিত বিণ. সংশোধন করা হয়েছে এমন।
Leave a Reply