সংরক্ষণ, সংরক্ষা [ saṃrakṣaṇa, saṃrakṣā ] বি.
1 সম্যক রক্ষা (মন্দির সংরক্ষণ, স্মৃতিসংরক্ষণ);
2 কারও জন্য বা কোনো বিশেষ উদ্দেশ্যে পৃথকভাবে রক্ষণ (আসনসংরক্ষণ); reser vation ;
3 ক্ষয় পচন ইত্যাদি নিবারণের জন্য বিশেষপ্রকারে রক্ষণ, preservation ;
4 তত্ত্বাবধান ও রক্ষণ।
[সং. সম্ + রক্ষণ, রক্ষা]।
সংরক্ষণশীল দ্র রক্ষণশীল।
সংরক্ষক বিণ. বি. সংরক্ষণকারী।
সংরক্ষিত বিণ. কারও জন্য বা কোনো বিশেষ উদ্দেশ্যে বা বিশেষপ্রকারে সংরক্ষণ করা হয়েছে এমন; সম্যক রক্ষিত বা পালিত।
Leave a Reply