সংযম [ saṃyama ] বি.
1 নিয়ন্ত্রণ, নিয়মন (বাক্যসংযম);
2 দমন, শাসন (ইন্দ্রিয়সংযম);
3 রোধ, নিরোধ (বেগসংযম);
4 ব্রতাদির পূর্বদিনে করণীয় উপবাসাদি (সংযম পালন করা);
5 বাহুল্যবর্জন (আহারে সংযম, বেশভূষার সংযম);
6 ব্রত, নিয়ম।
[সং. সম্ + √ যম্ + অ]।
সংযমন বি.
1 নিয়ন্ত্রণ (জটাসংযমন);
2 সংযত করা;
3 ব্রতাদি পালন।
সংযমিত বিণ. সংযত করা হয়েছে এমন।
সংযমী (-মিন্) বিণ.
1 সংযমপরায়ণ (স্বভাবে সংযমী ব্যক্তি);
2 জিতেন্দ্রিয়।
Leave a Reply