সংবেশ [ sambēśa ] বি.
1 উপবেশন, বসা;
2 শয়ন;
3 নিদ্রা;
4 চৈতন্যহীনতা, অচেতনতা।
[সং. সম্ + √ বিশ্ + অ]।
সংবেশক বিণ. বি. সম্মোহনকারী, hypnotist (বি. প.)।
সংবেশন বি. সংবেশ; সম্মোহন বা সম্মোহনের অবস্হা, hypnotism, hypnosis (বি. প.)।
সংবেশিত বিণ. সংবেশন করা হয়েছে এমন, সম্মোহিত।
Leave a Reply