সংবেদ, সংবেদন, সংবেদনা [ sambēda, sambēdana, sambēdanā ] বি. অসন্দিগ্ধ জ্ঞান, অনুভব, বোধ, sensation।
[সং. সম্ + √ বিদ্ + অ, অন + ণিচ্ + আ]।
সংবেদনশীল বিণ.
1 অনুভূতিপ্রবণ, সংবেদী, (সংবেদন শীল মন);
2 সহানুভূতিসম্পন্ন।
সংবেদ্য বিণ.
1 অনুভবযোগ্য;
2 জ্ঞেয়, জ্ঞাপনীয়।
সংবেদী বিণ.
1 সচেতন, অনুভূতিসম্পন্ন;
2 অনুভূতিপ্রবণ, সুবেদী, sensitive.
Leave a Reply