সংবিধান [ sambidhāna ] বি.
1 সংঘটন;
2 রচনা;
3 প্রণয়ন;
4 ব্যবস্হাপনা, আয়োজন;
5 উপচার, সেবাসামগ্রী;
6 নিয়মবিধি;
7 রাষ্ট্রসংগঠনের ও পরিচালনার নিয়মাবলি, শাসনতন্ত্র, constitution.
[সং. সম্ + বিধান]।
সংবিধানবহির্ভূত বিণ. সংবিধানে উল্লিখিত নয় এমন।
সংবিধানবিরোধী বিণ. সংবিধানের নীতি ও নিয়মের পরিপন্হী, অসাংবিধানিক।
Leave a Reply