সংজ্ঞা [ sañjñā ] বি.
1 চৈতন্য (সংজ্ঞালোপ);
2 নাম, আখ্যা, (দর্শনে বা বিজ্ঞানে) বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ;
3 সূর্যপত্নী;
4 গায়ত্রী;
5 জ্ঞান, বুদ্ধি;
6 বিশেষ্যপদ।
[সং. সম্ + √ জ্ঞা + অ + আ]।
সংজ্ঞক বিণ. নামযুক্ত, আখ্যাযুক্ত (আর্দ্রাসংজ্ঞক নক্ষত্র)।
সংজ্ঞান বি. চৈতন্য; স্পষ্ট জ্ঞান।
সংজ্ঞার্থ বি. পারিভাষিক অর্থ, বিভিন্ন শাস্ত্রের বিশেষার্থবাচক শব্দের ব্যাখ্যা, definition (বি.প.)।
সংজ্ঞিত বিণ. 1 আখ্যাত, নামযুক্ত; 2 কথিত।
Leave a Reply