সংগ্রহ, (বিরল) সংগ্রহণ [ saṅgraha, (birala) saṅgrahaṇa ] বি.
1 আহরণ, চয়ন (পুষ্পসংগ্রহ);
2 একত্রীকরণ;
3 সংকলন (রচনা সংগ্রহ);
4 আদায় (অর্থসংগ্রহ)।
[সং. সম্ + √ গ্রহ্ + অ, অন]।
সংগ্রহশালা বি. যেখানে শিল্পদ্রব্যাদি সংগ্রহ করে রাখা হয়; প্রদর্শশালা।
সংগ্রহীতা (-তৃ), সংগ্রাহক বিণ. সংগ্রহকারী।
স্ত্রী. সংগ্রহীত্রী, সংগ্রাহিকা।
Leave a Reply