সংগীত [ saṅgīta ] বি.
1 গান (শ্যামাসংগীত);
2 গীতবাদ্য (সংগীতচর্চা);
3 (সং.) তৌর্যত্রিক, নৃত্যগীতবাদ্য।
[সং. সম্ + √গৈ + ত]।
সংগীতকার বি. বিণ. গায়ক; গানবাজনা করে এমন।
সংগীতজ্ঞ বি. বিণ.
1 সংগীতকার, যে গানবাজনা করে;
2 সংগীত সম্বন্ধে অভিজ্ঞ।
সংগীতালেখ্য বি. সংগীতকে অবলম্বন করে কাহিনি, সংগীতের মধ্য দিয়ে কাহিনি বর্ণনা।
Leave a Reply