সংগতি [ saṅgati ] বি.
1 মিল, সামঞ্জস্য (কথার সঙ্গে কাজের সংগতি);
2 যুক্তিযুক্ততা;
3 সংস্হান, সঞ্চয়;
4 মিলন;
5 (বাং.) ধন, সম্পদ, আর্থিক সচ্ছলতা (সংগতিশালী, যাদের সংগতি আছে তারাই পারে)।
[সং. সম্ + √ গম্ + তি]।
সংগতিপন্ন, সংগতিশালী (-লিন্), সংগতিসম্পন্ন বিণ. ধনবান, আর্থিক সচ্ছলতাযুক্ত।
Leave a Reply