সংখ্যা [ saṅkhyā ] বি.
1 গণনা, হিসাব (সংখ্যা করা);
2 রাশি (পূর্ণ সংখ্যা);
3 অঙ্ক, রাশি লিখনে ব্যবহৃত 1, 2, 3 প্রভৃতি অঙ্ক (সংখ্যাপাত, দ্বিতীয় সংখ্যা, শেষ সংখ্যা);
4 বিচার (‘সাংখ্যেতে কি হবে সংখ্যা’: ভা. চ.)।
[সং. সম্ + √ খ্যা + অ + আ]।
সংখ্যাগরিষ্ঠ বিণ. সংখ্যায় সবচেয়ে বড়ো এমন (সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়)।
সংখ্যাগুরু বিণ. সংখ্যায় অপেক্ষাকৃত বেশি এমন, majority, সংখ্যাগরিষ্ঠ (স. প.)।
সংখ্যাত বিণ. গণনা করা হয়েছে এমন; বিচারিত।
সংখ্যাতীত বিণ. সংখ্যা করা অর্থাত্ সংখ্যা নির্ণয় করা যায় না এমন, অসংখ্য, অগণিত।
সংখ্যান বি. গণনা।
সংখ্যালঘিষ্ঠ বিণ. সংখ্যায় সবচেয়ে ছোটো এমন।
সংখ্যালঘু, সংখ্যাল্প বিণ. সংখ্যায় অপেক্ষাকৃত কম, minority (স. প.)।
Leave a Reply