মৌন [ mauna ] বি. 1 বাক্সংযম, নীরবতা, তূষ্ণীম্ভাব (মৌনব্রত, মৌন অবলম্বন)।
☐ বিণ. (বাং.) নীরব, নিঃশব্দ (মৌন ইশারা, মৌন মিছিল, ‘স্তব্ধ আকাশ পাহাড়ের সার মৌন পৃথিবী দোলে’: বিষ্ণু)।
[সং. মুনি + অ]।
মৌনব্রত বি. বাক্সংযমের ব্রত, কথা না বলার ব্রত।
মৌনভঙ্গ বি. মৌনভাব ত্যাগ, নীরবতা ভঙ্গ।
মৌনসম্মতি বি. নীরব সম্মতি; নীরবতা দ্বারা সম্মতি বুঝিয়ে দেওয়া।
মৌনাবলম্বন বি. কথা বলা বন্ধ করা।
Leave a Reply