মোহিনী [ mōhinī ] বিণ. (স্ত্রী.)
1 মনোহারিণী (রূপের মোহিনী শক্তি);
2 পরমসুন্দরী (নারীর মোহিনী রূপ)।
☐ বি.
1 সম্মোহনবিদ্যা;
2 সমুদ্রমন্হনের পর নারায়ণ যে অপরূপ নারীমূর্তি ধারণ করে অসুরদের ছলনাপূর্বক অমৃত হরণ করেছিলেন।
[সং. মোহ + ইন্ + ঈ]।
মোহিনীবিদ্যা বি. সম্মোহনবিদ্যা।
Leave a Reply