মোচন [ mōcana ] বি.
1 মুক্তিদান;
2 উন্মুক্ত করা, উদ্ঘাটন (দ্বার মোচন);
3 অপনোদন, দূরীকরণ (দুঃখমোচন, অভাবমোচন);
4 ত্যাগ, নিক্ষেপ (অশ্রুমোচন, শরমোচন)।
[সং. &tick মুঢ়্ + ণিচ্ + অন]।
মোচনীয়, মোচ্য বিণ. মোচনের যোগ্য, ছাড়া পাবার বা ছা়ড়ানোর উপযুক্ত।
মোচিত বিণ. মোচন করা হয়েছে এমন।
মোচী বিণ. মোচন করে বা খসায় এমন (পর্ণমোচী)।
Leave a Reply