মৈত্র [ maitra ] বিণ. মিত্রসম্বন্ধীয়, বন্ধুবিষয়ক বা বন্ধুতাবিষয়ক।
☐ বি.
1 মিত্রতা, বন্ধুত্ব; সৌহার্দ্য;
2 বাঙালি ব্রাহ্মণের পদবিবিশেষ।
[সং. মিত্র + অ]।
মৈত্রী, মৈত্র্য বি.
1 মিত্রতা, বন্ধুত্ব; সৌহার্দ্য;
2 সন্ধি, সহযোগ।
মৈত্রেয় বিণ মিত্রসম্বন্ধীয়।
☐ বি.
1 বুদ্ধদেব; ভাবী বুদ্ধ;
3 মুনিবিশেষ।
Leave a Reply