মেরু [ mēru ] বি.
1 পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্তদেশ, pole (উত্তরমেরু);
2 সুমেরু পর্বত;
3 জপমালার গ্রন্হিবীজ বা প্রধান বীজ;
4 পিঠের দাঁড়া।
[সং. √ মি + রু]।
মেরুজ্যোতি, মেরুপ্রভা বি. মেরু অঞ্চলে আকাশে দৃষ্ট আলোকচ্চটাবিশেষ, aurora.
মেরুরেখা বি.
1 পৃথিবীর বা যে-কোনো ঘূর্ণমান বস্তুর কেন্দ্ররেখা;
2 যে কল্পিত রেখাকে কেন্দ্র করে পৃথিবী ইত্যাদি গ্রহ পরিভ্রমণ করছে, axis।
Leave a Reply