মেঘ [ mēgha ] বি.
1 আকাশে ভাসমান জলীয় বাষ্পপুঞ্জ, জলধর, নীরদ;
2 সংগীতের রাগবিশেয।
[সং. √ মিহ্ + অ]।
মেঘ করা, মেঘ জমা ক্রি. বি. আকাশে মেঘ পুঞ্জীভূত হওয়া।
মেঘ কেটে যাওয়া ক্রি. বি. মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হওয়া।
মেঘগর্জন বি. মেঘের ডাক।
মেঘজাল বি. 1 মেঘের আড়ম্বর, ঘনঘটা; 2 মেঘপুঞ্জ।
মেঘডম্বর শাড়ি, (কথ্য) মেঘডুম্বুর শাড়ি বি. মেঘবর্ণ শাড়ি, নীলাম্বরী শাড়ি।
নাদ বি.
1 মেঘের গর্জন;
2 রাবণপুত্র ইন্দ্রজিত্।
মেঘনির্দোষ — মেঘগর্জন -এর অনুরূপ।
মেঘবর্ণ মেঘের মতো কালো রং।
☐ বিণ. মেঘের গম্ভীর গর্জন।
☐ বিণ. ওই গর্জনের মতো।
মেঘমল্লার বি. সংগীতের বর্ষাঋতুর রাগিণীবিশেষ।
মেঘমেদুর বিণ. মেঘাচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ।
মেঘরুচি বিণ. মেঘবর্ণ।
মেঘলা বিণ. মেঘাচ্ছন্ন (মেঘলা দিন, মেঘলা আকাশ)।
মেঘাড়ম্বর বি. মেঘডম্বর -এর অনুরূপ।
মেঘাত্যয় বি. 1 মেঘের অভাব; 2 শরত্কাল।
মেঘাবৃত বিণ. মেঘে ঢাকা।
মেঘে মেঘে বেলা হওয়া — আকাশে মেঘ থাকায় বেলা বুঝতে পারা না গেলেও প্রকৃতপক্ষে বেলা হওয়া; (আল.) চেহারা দেখে বোঝা না গেলেও বয়স হওয়া।
রাঙ্গা মেঘ, সিঁদুরে মেঘ বি. রক্তবর্ণ বা লাল মেঘ, যে মেঘ থেকে ঝড় হয়।
Leave a Reply