মৃত্যু [ mṛtyu ] বি.
1 মরণ, প্রাণত্যাগ;
2 মরণের অধিদেবতা যম।
[সং. √মৃ + ত্যু]।
মৃত্যুঞ্জয় বি. শিব।
☐ বিণ. মরণকে জয় করেছে এমন (মৃত্যুঞ্জয় প্রতিভা)।
মৃত্যুঞ্জয়ী বিণ.
1 মরণকে জয় করেছে এমন;
2 মৃত্যুহীন।
মৃত্যুদণ্ড বি. অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুর বিধান।
মৃত্যুবিণ বি. 1 (রামা.) ব্রহ্মা কর্তৃক রাবণকে প্রদত্ত বাণবিশেষ, একমাত্র যে-বাণে রাবণের মৃত্যু সম্ভব ছিল; (আল.) নিহত বা পরাজিত করার মোক্ষম অস্ত্র।
মৃত্যুযোগ বি. (জ্যোতিষ.) নক্ষত্রাদির যে-যোগে জাতকের মৃত্যুর সম্ভাবনা থাকে।
মৃত্যুলোক বি. যমপুরী।
মৃত্যুশয্যা বি. যে-শয্যায় শয়নাবস্হার মৃত্যু ঘটে, মুমূর্ষু ব্যক্তির শয্যা, শেষ শয্যা।
মৃত্যুশোক বি. কারও মৃত্যুজনিত দুঃখ।
মৃত্যুহীন বিণ. মৃত্যু বা মরণ নেই এমন (‘এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ’: রবীন্দ্র)।
Leave a Reply