মৃত [ mṛta ] বিণ. বিগতপ্রাণ, মারা গেছে এমন।
[সং. √ মৃ + ত]।
মৃতক বি. 1 আত্মীয়স্বজনের মরণজনিত অশৌচ; 2 মৃতদেহ, শব।
মৃতকল্প, মৃতপ্রায় বিণ. মুমূর্ষ, মরণাপন্ন, মরোমরো।
মৃতদার বিণ. বিপত্নিক, যার স্ত্রী মৃত।
মৃতবত্সা বিণ. (স্ত্রী.) সন্তান শৈশবে মারা যায় এমন (নারী), মড়ুঞ্চে।
মৃতসঞ্জীবনী বি. যা দিয়ে মৃতকে পুনর্জীবিত করা যায়।
মৃতাশৌচ বি. মরণজনিত অশৌচ।
Leave a Reply