মৃগ [ mṛga ] বি.
1 হরিণ (মৃগনয়না);
2 পশু (মৃগরাজ, মৃগেন্দ্র, মৃগয়া)।
[সং. √ মৃগ্ + অ]।
মৃগচর্ম বি.
1 হরিণের চামড়া;
2 পশুর চামড়া।
মৃগতৃষ্ণা, মৃগতৃষ্ণিকা, মৃগতৃষ্ণা বি. মরীচিকা।
মৃগনয়না, মৃগলোচনা, মৃগাক্ষী বিণ. (স্ত্রী.) হরিণের মতো সুন্দর চক্ষুবিশিষ্ট।
মৃগনাভি, মৃগমদ বি. কস্তুরী।
মৃগয়া বি. বন্যা পশুপাখি শিকার।
মৃগরাজ, মৃগেন্দ্র বি. পশুরাজ সিংহ।
মৃগশিরা, মৃগশীর্ষ বি. (জ্যোতিষ.) সাতাশটি নক্ষত্রের পঞ্চম নক্ষত্র (তু. মার্গশীর্ষ)।
মৃগাঙ্ক বি. চন্দ্র, চাঁদ, শশাঙ্ক।
মৃগাঙ্ক-শেখর বি. শিব, চন্দ্রচুড়।
মৃগী বি. 1 হরিণী; 2 স্ত্রী-পশু; 3 মূর্ছারোগ।
Leave a Reply