মুহরি1, মুহুরি1, [ muhari1, muhuri1, ] বি.
1 নর্মদা, জলনালি, মুরি;
2 নর্দমার উপরের ঝারি;
3 প্যাঁচ-এর মুখে আঁটবার ধাতুখণ্ড, nut;
4 পাজামার নিম্নপ্রান্তের বা জামার আস্তিনের মুখের ঘেরা।
[হি.]।
মুহরি2, মুহুরি2 [ muhari2, muhuri2 ] বি. কেরানি (উকিলের মুহুরি)।
[আ. মুহির্রিব] ।
মুহরিগিরি, মুহুরিগিরি বি. মুহুরির কাজ।
Leave a Reply