মুখর [ mukhara ] বিণ.
1 বাচাল, অতিভাষী;
2 কটুভাষী;
3 ধ্বনিপূর্ণ (প্রতিবাদে মুখর, ‘মুখর দিনের চপলতা-মাঝে’: রবীন্দ্র)।
বি. মুখরতা (‘নিরর্থক সব মুখরতা’: প্রেমেন্দ্র)।
মুখরা বিণ. (স্ত্রী.) কটুভাষিণী; কলহপরায়ণা।
মুখরিত বিণ.
1 ধ্বনিত (‘তব রথচক্রে মুখরিত পথ: রবীন্দ্র’);
2 কোলাহলে মুখরিত, শিশুদের কোলাহলে মুখরিত পাঠশালা)।
স্ত্রী. মুখরিতা।
Leave a Reply