মিলানো, মেলানো1 ক্রি. বি.
1 একত্র বা মিশ্রিত বা সংযুক্ত করা (হাট মেলানো, মেলা মেলানো);
2 মিশ খাওয়ানো, খাপ খাওয়ানো;
3 মিল দেওয়া (পদ্য মিলানো);
4 জোটানো, সংস্হান করা (চাকরি মিলানো কি সহজ কথা!);
5 গলে বা লীন হয়ে যাওয়া (‘ধুপ আপনারে মিলাইতে চাহে গন্ধে’: রবীন্দ্র)।
মেলানো2 [ mēlānō2 ] ক্রি
1 খোলা বা খোলানো, উন্মীলিত করা বা করানো;
2 প্রসারিত করা বা করানো, বিছানো।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।[মেলা4 দ্র]।
Leave a Reply