মিঠে [ miṭhē ] বিণ.
1 মিষ্টি (মিঠে খাবার);
2 স্বাদু (মিঠে জল);
3 মধুর (মিঠে সুর)।
[প্রাকৃ. মিট্ঠ < সং. মিষ্টি]।
মিঠেকড়া বিণ. মধুর অথচ তীব্র বা ঝাঁঝালো।
মিঠেজল বি. স্বাদু জল।
মিঠেপাতা, মিঠেপাতি বি. ঝাঁঝালো নয় বরং মিষ্টি স্বাদযুক্ত পানপাতাবিশেষ।
Leave a Reply