মিটমিট [ miṭa-miṭa ] বি.
1 ক্ষীণ বা স্তিমিত আলো বিকিরণের ভাব (প্রদীপটা মিটমিট করছে);
2 নিমীলিতপ্রায় বা আধবোজা চাহনির ভাব (মিটমিট করে তাকানো)।
[ধ্বন্যা.]।
মিটমিটে বিণ.
1 মিটমিট করে এমন;
2 মৃদু, ক্ষীণ (মিটমিটে আলো);
3 গোপনে বা প্রচ্ছন্নভাবে বদমায়েশি করে এমন (মিটমিটে শয়তান)।
মিটমিটে শয়তান — প্রচ্ছন্নভাবে শয়তানি বা বদমায়েশি করে অথচ বাইরে যে নিরীহ ভালোমানুষের ভান করে।
মিটিমিটি ক্রি-বিণ. মিটমাট করে (‘অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়’: সুকান্ত)।
Leave a Reply