মাস1 [ māsa1 ] বি. মাংস -র কথ্য রূপ (হাড়মাস কালি করা)।
মাস2 [ māsa2 ] বি. বত্সরের ১২ ভাগের একভাগ, স্হূল হিসাবে ৩০ দিন।
[সং. √মস্ +অ]।
মাসওয়ারি বিণ. মাসিক।
মাসকাবার বি. মাসের শেষ বা শেষদিন।
মাসকাবারি বিণ.
1 মাসের শেষে করণীয় বা প্রয়োজনীয় (মাসকাবারি বাজার);
2 একমাসের উপযুক্ত।
☐ বি. মাসিক বরাদ্দ।
মাসমাহিনা, (কথ্য) মাইনে বি. মাসিক বেতন।
মাসহারা, মাসোহারা বি. (ভরণপোষণের জন্য বা অন্য কারণে খরচের জন্য) প্রতি মাসে প্রদেয় বৃত্তি বা ভাতা।
[আ. মুশাহারা অথবা সং. মাসহার + বাং. আ]।
Leave a Reply