মালিক [ mālika ] বি.
1 অধিকারী, কর্তা (এই জমির মালিক);
2 প্রভু (দীনদুনিয়ার মালিক)।
[আ. মালিক]।
মালকিন বি. মালিকের স্ত্রী; মহিলা-মালিক।
মালিকানা বি.
1 অধিকার, স্বামিত্ব;
2 মালিকের প্রাপ্য অর্থাদি।
মালিকি বি. মালিকত্ব, অধিকার, মালিকানা।
☐ বিণ. মালিকসংক্রান্ত; মালিকানাসংক্রান্ত (মালিকি স্বত্ব)
Leave a Reply