মার্জন- [ mārjana- ] বি.
1 প্রাক্ষালন, মা়জা (তৈজসপত্র মার্জন);
2 রগড়ানো (অঙ্গমার্জন);
3 দোষক্ষালন, ক্ষমা;
4 শোধন, পরিষ্করণ।
[সং. √মার্জ্ + অন]।
মার্জক বিণ. মার্জিত করে এমন।
মার্জনা বি. 1 ক্ষমা; 2 মাজা রগড়ানো বা শোধন।
মার্জনী বি. যার দ্বারা মাজা বা পরিষ্কার করা হয়, সম্মার্জনী, ঝাড়ু, বুরুশ ইত্যাদি।
মার্জণীয় বিণ. ক্ষমার যোগ্য।
Leave a Reply