মাপা [ māpā ] ক্রি. বি. পরিমাপ করা (ওজন মাপা)।
☐ বিণ. উক্ত অর্থে (তাড়াহুড়ো করে মাপা মাছ)।
[সং. মা + ণিচ্ + বাং. আ]।
মাপাজোখা, মাপাজোকা বিণ.
1 নির্দিষ্টভাবে মাপা হয়েছে এমন;
2 একান্ত পরিমিত।
☐ বি. মাপন।
মাপানো ক্রি. বি.
1 অপরের দ্বারা পরিমাপ করানো;
2 প্রাপ্যরূপে নির্দিষ্ট করা (বিধাতা তোমার ভাগ্যে এই দুঃখ মাপিয়েছেন)।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply