মান্য [ mānya ] বিণ. মাননীয়, শ্রদ্ধেয়, সম্মানযোগ্য (‘মান্য হও জগতের মাঝে’: স. দ., মান্য আতিথি)।
☐ বি. (বাং.)
1 সম্মান, সমাদর (তাঁকে সবাই মান্য করে);
2 পালন, অনুবর্তন (গুরুজনের কথা মান্য করা)।
[সং. √ মান্ + য]।
স্ত্রী. মান্যা।
মান্যগণ্য বিণ. 1 সম্মাননীয়; 2 সম্ভ্রান্ত।
মান্যবর বিণ. অতি মাননীয় বা সম্ভ্রান্ত।
মান্যবরেষু বি. (৭ মী বিভক্তি) (চিঠিপত্রে সম্বোধনবিশেষ) সম্মানিত ব্যক্তির প্রতি।
Leave a Reply