মানুষ [ mānuṣa ] বি.
1 হোমো সাপিয়েনস প্রজাতির প্রাণী, মনুষ্য, নর (মানুষ মরণশীল);
2 ব্যক্তি (মেয়েমানুষ, মনের মানুষ)।
☐ বিণ.
1 মনুষ্য সম্বন্ধীয়;
2 মনুষ্যচিত গুণসম্পন্ন আবার তোরা মানুষ হ’: দ্বি. রা.);
3 লায়েক (তুমি খুব মানুষ হয়ে গেছ ভাবছ বুঝি?);
4 লালনপালনদ্বারা বর্ধিত বা বয়ঃপ্রাপ্ত (ছেলে মানুষ করা)।
[সং. মনু (+ষ) + অ]।
মানুষিক বিণ. মনুষ্যসম্বন্ধীয়; মনুষ্যচিত (অমানুষিক)।
মানুষখেকো বিণ. মানুষ খায় এমন।
☐ বি. মানুষ খায় এমন বাঘ।
মানুষজন বি. লোকজন।
মানুষী বিণ. মানুষসুলভ (‘একটি স্মৃতির মানুষী দুর্বলতা’: সু. দ.)।
বি. (স্ত্রী.) নারী।
মানুষকরা ক্রি. বি. লালনপালন করে বড়ো করে তোলা।
মানুষ হওয়া ক্রি. বি.
1 প্রতিপালিত হওয়া (মামাবাড়িতে মানুষ হয়েছে);
2 মনুষ্যচিত গুণের অধিকারী হওয়া।
মানুষের মতো মানুষ — আদর্শ মানুষ, যে ব্যক্তি মনুষ্যোচিত সমস্ত গুণের অধিকারী।
Leave a Reply