মানানো1 [ mānānō1 ] ক্রি. 1 মান্য করানো; 2 স্বীকার করানো (একথা তাকে দিয়ে মানাতে পারবে?); 3 গ্রাহ্য করানো; 4 পালন করানো।
☐ বি. বিণ. সব অর্থে।
[মানা2 দ্র]।
মানানো2 [ mānānō2 ] ক্রি. উপযুক্ত বা শোভন হওয়া (তোমার মুখে একথা মোটেই মানায় না); 2 খাপ খাওয়া (সকলের সঙ্গে মানিয়ে চলা); 3 মাপ-অনুযায়ী হওয়া (বেশ মানিয়েছে)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
[বাং মানা2 + আনো]।
Leave a Reply