মানা1 [ mānā1 ] বি. নিষেধ, বারণ (আসতে মানা করেছি)।
[আ. মনহ্]।
মানা2 [ mānā2 ] ক্রি.
1 মান্য করা (শাসন মানে);
2 সম্মান করা (মাস্টারমশাইকে খুব মানে);
3 বিশ্বাস করা (ভূত মানে না);
4 বোধ করা জ্ঞান করা (ভাগ্য বলে মেনছি);
5 স্বীকার করা (হার মানা, ঘাট মানছি);
6 গ্রহ্য় করা (‘বারণ না মানে’: রবীন্দ্র);
7 পালন করা (নিয়ম মানা);
8 নির্দিষ্ট করা (কাউকে মুরুব্বি মানা)।
☐ বি উক্ত সব অর্থে।
[সং. √ মান্ + বাং. আ]।
Leave a Reply