মানস [ mānasa ] বি.
1 মন, চিত্ত (মানসলোক);
2 ইচ্ছা, অভিলাষ (মানস করা);
3 মানস সরোবর।
☐ বিণ.
1 মানসিক (মানসভ্রমণ, মানসজগত্);
2 কল্পনাপ্রসূত (মানসপ্রতিমা)।
[সং মনস্ + অ]।
মানসতা বি. মনের প্রকৃতি ভাব বা প্রবণতা, mentality (বি. প.)।
মানসনেত্র, মানসলোচন বি.
1 মনশ্চক্ষু, অন্তর্দৃষ্টি;
2 কল্পনা।
মানসপুত্র বি. মনে বা কল্পনায় জাত পুত্র।
মানসকন্যা বি (স্ত্রী.) মনে বা কল্পনায় জাতা কন্যা।
মানসপ্রতিমা বি কল্পনায় গঠিত মূর্তি।
মানস সরোবর বি. কৈলাস পর্বতে অবস্হিত (ব্রহ্মার মনঃকল্পিত) হ্রদবিশেষ।
মানসসিদ্ধ বি. আশাপূরণ, ইষ্টলাভ।
মানসাঙ্ক বি. যে অঙ্ক না লিখে মনে মনে কষতে হয়।
মানসিক বিণ.
1 মনোগত (মানসিক ব্যাধি, মানসিক অশান্তি);
2 কল্পনাপ্রসূত।
☐ বি. (বাং.) মানত।
মানসিকতা বি. চিত্তবৃত্তি, প্রবণতা, মনোগত ভাব, mentality (ধর্মবিরোধী মানসিকতা রক্ষণশীলতা মানসিকতা)।
মনসী বিণ. স্ত্রী. মনঃকল্পিতা (মানসী মূর্তি)।
☐ বি. মনে মনে ক্রিয়ারূপে কল্পিতা নারী (কবির মানসী)।
Leave a Reply